আমেরিকার স্যাটেলাইটে এক অদ্ভুত রকমের দৃশ্য ধরা দিয়েছে।
আমেরিকার স্যাটেলাইটে এক অদ্ভুত রকমের দৃশ্য ধরা দিয়েছে। পৃথিবীর কোন এক জায়গায় অসংখ্য নক্ষত্রের মত কিছু একটা দেখা যাচ্ছে। যেগুলো আলোয় ঝিকিমিকি ঝিকিমিকি করছে। লোকেশন চ্যেক করে নাসার বিজ্ঞানীরা দেখল লোকেশনটা বাংলাদেশের। তৎক্ষনাত রহস্য উদঘাটনে বিমান নিয়ে বেরিয়ে পরল বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলার আকাশের কাছাকাছি পৌছে দৃশ্য আরো ক্রমশ প্রকাশ্য হচ্ছে। সত্যিই তো এগুলো কি? নক্ষত্র? এত কাছাকাছি এতগুলো নক্ষত্র কিভাবে থাকতে পারে? তারা এর নাম দিল নক্ষত্রপুঞ্জ। তাদের মাঝে গুটিকয়েক আবার আলাদা। তারা শুধু সাদা আলো নয় বিভিন্ন রকমের আলো প্রদর্শন করছে। কখনো হলুদ, কখনো লালা কিংবা কখনো নীল। এগুলো নক্ষত্র নাকি এলিয়েনরা তাদের স্পেসশিপ নিয়ে আক্রমন করেছে বাংলাদেশে? কিছুতেই বুঝতে পারছে না নাসার মহাপরিচালক। চিন্তায় মাথা হট হয়ে গেছে। তারা একটু দূর থেকেই সবকিছু লক্ষ্য করতে লাগল। হঠাৎ দেখল একটা আলো ধীরে ধীরে পতিত হচ্ছে পৃথিবীর মাটিতে। একি? এটা কোন উল্কাপিন্ড তো নয়? তাহলে তো শর্বনাশ। নাসার মহাপরিচালক সঙ্গে সঙ্গে প্রেস মিটিং করে সবাইকে জানিয়ে দিল। পৃথিবী ধ্বংসের মুখে। এখান থেকে রেহায় পাওয়ার কোন উপায় নেই। ধ্বংস অনিবার্য। প