Posts

Showing posts from June, 2020

আমেরিকার স্যাটেলাইটে এক অদ্ভুত রকমের দৃশ্য ধরা দিয়েছে।

আমেরিকার স্যাটেলাইটে এক অদ্ভুত রকমের দৃশ্য ধরা দিয়েছে। পৃথিবীর কোন এক জায়গায় অসংখ্য নক্ষত্রের মত কিছু একটা দেখা যাচ্ছে। যেগুলো আলোয় ঝিকিমিকি ঝিকিমিকি করছে। লোকেশন চ্যেক করে নাসার বিজ্ঞানীরা দেখল লোকেশনটা বাংলাদেশের। তৎক্ষনাত রহস্য উদঘাটনে বিমান নিয়ে বেরিয়ে পরল বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলার আকাশের কাছাকাছি পৌছে দৃশ্য আরো ক্রমশ প্রকাশ্য হচ্ছে। সত্যিই তো এগুলো কি? নক্ষত্র? এত কাছাকাছি এতগুলো নক্ষত্র কিভাবে থাকতে পারে? তারা এর নাম দিল নক্ষত্রপুঞ্জ। তাদের মাঝে গুটিকয়েক আবার আলাদা। তারা শুধু সাদা আলো নয় বিভিন্ন রকমের আলো প্রদর্শন করছে। কখনো হলুদ, কখনো লালা কিংবা কখনো নীল। এগুলো নক্ষত্র নাকি এলিয়েনরা তাদের স্পেসশিপ নিয়ে আক্রমন করেছে বাংলাদেশে? কিছুতেই বুঝতে পারছে না নাসার মহাপরিচালক। চিন্তায় মাথা হট হয়ে গেছে। তারা একটু দূর থেকেই সবকিছু লক্ষ্য করতে লাগল। হঠাৎ দেখল একটা আলো ধীরে ধীরে পতিত হচ্ছে পৃথিবীর মাটিতে। একি? এটা কোন উল্কাপিন্ড তো নয়? তাহলে তো শর্বনাশ। নাসার মহাপরিচালক সঙ্গে সঙ্গে প্রেস মিটিং করে সবাইকে জানিয়ে দিল। পৃথিবী ধ্বংসের মুখে। এখান থেকে রেহায় পাওয়ার কোন উপায় নেই। ধ্বংস অনিবার্য। প

বগুড়ার আপডেট-২৯-০৬-২০২০ এ ৬৯৩ নমুনার ফলাফলে ১৩৬জন শনাক্ত

বগুড়ার আপডেট-২৯-০৬-২০২০ এ ৬৯৩ নমুনার ফলাফলে ১৩৬জন শনাক্ত ★ উপজেলাভিত্তিক- সদর ৭৩, সারিয়াকান্দি একজন, সোনাতলা ১৩জন, শিবগঞ্জ ৩জন, আদমদীঘি একজন, দুপচাচিয়া ২জন, কাহালু একজন, শেরপুর ১৬জন, ধুনট ৪জন, গাবতলী ১৫জন ও শাজাহানপুর ৭জন। ★ ঢাকা, টিএমএসএস ও শজিমেকের মোট ৬৯৩টি ফলাফল এসেছে। ★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ২৯১৮ মোট সুস্থ- ৫৭৪(নতুন ১৩১) মোট মৃত্যু- ৫২(নতুন ৪) এখন আছে- ২২৯২

করোনা পরবর্তী ৫০ বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা। প্রস্তাবনা -

করোনা পরবর্তী ৫০ বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা। প্রস্তাবনা -১৩ আজকের আলোচ্য বিষয়টা একটা দারুন শিক্ষনীয় বিষয় নিয়ে। ভ্যালু স্ট্রীম ম্যাপিং। সংক্ষেপে ভিএসএম বলা হয়ে থাকে। ভ্যালু স্ট্রীম ম্যাপিং মেথড নিয়ে বাংলায় কোন লিখা গুগল সার্চে অনেকদিন ধরে খুঁজে পায়নি তাই এই বিষয় নিয়ে অনেকদিন হল বিস্তারিত আর্টিকেল লিখার চেষ্টা করে পড়ালেখা করছিলাম। আর্টিকেল লিংকে ক্লিক করে পড়ে কেউ উপকৃত হলে কমেন্ট করে জানাবেন দয়া করে ১। ভ্যালু স্ট্রীম ম্যাপিং কি ? ২। ভ্যালু স্ট্রীম ম্যাপিং এর সুযোগ সুবিধা সমূহ কি ? ৩। কোম্পানীর কোথায় থেকে ভ্যালু স্ট্রীম ম্যাপিং শুরু করবো ? ভ্যালু স্ট্রীম ম্যাপিং করার শুরুতেই আমাদের কিছু বিষয় বিবেচনায় আনতে হবে। ১। ভ্যালু স্ট্রীম ম্যাপিং অবশ্যই কাগজে কলমে করতে হবে এইটা কম্পিউটারের কোন এক্সারসাইজ নয়। ২। যে প্রসেস এর ভ্যালু স্ট্রীম ম্যাপিং এর কাজ শুরু করবেন সেইটার পরিপূর্ণ ভাবে এনালাইজ করে শুরু করতে হবে। কোন কিছু বাদ দেয়া যাবেনা। ৩। শুধু মাত্র সিস্টেম ভিত্তিক ডেটার উপর নির্ভরশীল হয় যাবেনা। বাস্তবতার সাথে মিল রেখে, যারা অপারেশনে জড়িত তাদের সাথে কথা বলে ডিস

শোকবার্তাঃ

Image
শোকসংবাদঃ-  চাঁদপুর জেলা উপজেলা কচুয়া উপজেলা Territory তে  Unimed Unihealth ঔষধ কোম্পানিতে কর্মরত Medical information officer জনাব আবদুল হাকিম সুমন (৩২) সাহেব আজকে বুধবার সকাল ৮টায় কচুয়া ওনার বাসায় ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জন্মস্থান বরিশাল মুলাদি। তিনি অদ্যবধি ৮মাস উক্ত কোম্পানিতে কর্মরত ছিলেন।গত এক সপ্তাহ্ জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট সমস্যায় ছিলেন। হৃদয় বিদারক ও বেদনাদায়ক হচ্ছে ওনার সন্তান সম্ভাবনা গর্ভবতী স্ত্রী রয়েছেন, এই মাসেই ডেলিবারি হবে। আল্লাহ ওনার স্ত্রী ও আগত সন্তানকে হেফাজত করুক- শোকবার্তাঃ মরহুম আবদুল হাকিম সুমন সাহেবের ইন্তকালে কচুয়া উপজেলা ফারমাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটেব এসোসিয়েশন (ফারিয়া) কমিটির পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত স্ত্রীসহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাত দান করুক- আমিন

ভুল জায়গায় সেক্রিফাইজ আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।

ভুল জায়গায় সেক্রিফাইজ আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। কারো কারো ব্যাংক ব্যালেন্স না থাকার কারণে কেউ অসুখী। আবার কেউ আস্ত একটা ব্যাংকের মালিক হয়েও অসুখী। 'আমার সাথেই কেন সবসময় এমন হয়? সৃষ্টিকর্তা কেন সবসময় আমাকেই কষ্ট দেন? সবাই কেন আমাকেই ভুল বুঝে?' হ্যা, এরকম কথা অনেকেই বলেন। নারে ভাই, আপনার সাথেই সবসময় এমন হয় না, আরো অনেকের সাথেই হয়। সৃষ্টিকর্তা বেছে বেছে শুধু আপনাকেই কষ্ট দেন না, এরকম টুকিটাকি কষ্ট সবার জীবনেই আসে। আর আপনাকে সবাই ভুল বুঝে? হাহাহা, ভুল সবাই সবাইকেই বুঝে। এমনকি খেয়াল করে দেখেন এটুকু বয়সে আপনিও কতজনকেই ভুল বুঝেছেন! আপনার সব কাজ সবাই পছন্দ করবে না। সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের সেরা জনপ্রিয় ভিডিওতে ও দু'য়েকটা ডিসলাইক পড়ে, নোবেল পুরস্কার প্রাপ্ত ড. মোহাম্মদ ইউনুসকে নিয়েও সমালোচনা হয়, ওয়ার্ল্ড ফেমাস এন্ড পপুলার মুভি 'টাইটানিক' কিংবা 'থ্রি ইডিয়টস' দেখেনি এমন ইয়াং ম্যানও আছেন। তাই বলে মুভিগুলো জনপ্রিয়তা কমে যায়নি। বাংলা সাহিত্য নোবেল পুরস্কার প্রাপ্ত কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' কতজনেই বা পড়েছেন? রবিঠাকুর কি এটা

না পরে কেউ বুরা আঙ্গুল দেখিয়ে যাবেননা। জাতির অবস্থা আপনাদের জানতেই হবে।

ইজরাইলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন নতুন মৌল আবিস্কার করে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা লাইব্রেরিতে গিয়ে প্রেম করে! বিশ্বের ১ নম্বর হাভার্ড বিশ্ববিদ্যালয়ে সারা বছরে কোন কনসার্টের খবর পাওয়া যায় না। আর আমাদের ভার্সিটিতে কত কত কনসার্ট... এল.আর.বি, জেমস, শিরোনামহীন, অ্যাশেজ, তাহসান, ওয়ারফেজ.-একটার পর একটা প্রোগ্রাম হয়। (সংযুক্ত: কনসার্ট হয়, কিন্তু কখনোই এটা নিয়ে অতিরিক্ত মাতামাতি হয় না।) নাচ, গান, হোলি উৎসবও হয় এখন। ফাক ইউ, হট বেবি, ক্রাশ খাইছি, মাস্তি, ইয়াবা, বিয়ার, গাজা এই শব্দগুলো এখন ছেলে-মেয়েদের কাছে অতি পরিচিত। অন্যান্য দেশে জ্ঞানী মানুষরা, বিজ্ঞানীরা কথা বলতে বিশ্ববিদ্যালয়ে আসেন। বিজ্ঞানী আইনস্টাইন বেশ কয়েকবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিবেটে অংশগ্রহণ করেন। আর আমাদের? বিজ্ঞানী মকসুদুল আলম কয়টা সমাবর্তন অনুষ্ঠানে যেতেন? আমাদের বর্তমান বিজ্ঞানী মুহাম্মদ আশরাফুল আলম কয়টি সমবর্তন অনুষ্ঠানে যান? (যিনি ব্যাক্টেরিয়া শনাক্তকরণের সেন্সর তৈরি করেছেন. "যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স" জার্নাল এ তার গবেষণা ছাপা হয়েছে) বা ‘জিন’ ত্রুটি নির

দারুন খবর দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা তীব্রতা হারাচ্ছে করোনা, শেষ হয়ে যেতে পারে টিকা ছাড়াই।

Image
দারুন খবর দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা তীব্রতা হারাচ্ছে করোনা, শেষ হয়ে যেতে পারে টিকা ছাড়াই। করোনাভাইরাস এখন ‘হিংস্র বাঘ থেকে বুনো বিড়ালে’ রূপান্তর হয়েছে। ভ্যাকসিন ছাড়াই ভাইরাসটি নিজ থেকেই শেষ হয়ে যাবে। করোনায় ইউরোপে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক মাত্তিও বাসেত্তি এমন মন্তব্য করেছেন। ইতালির সংক্রামক ব্যাধি ক্লিনিক পোলিক্লিনিকো স্যান মার্টিনোর প্রধান অধ্যাপক মাত্তিও বাসেত্তি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে বলেন, গত মাসে ভাইরাসটি তীব্রতা হারাতে শুরু করেছে। আগে যে রোগীরা এই ভাইরাসে মারা যেতেন এখন তারা সুস্থ হয়ে উঠছেন। ক্রিটিক্যাল কেয়ার এই বিশেষজ্ঞ বলেন, রোগীর সংখ্যা কমে আসার অর্থ ভাইরাসটির পুনরায় ফিরে আসা ঠেকাতে ভ্যাকসিনের আর দরকার নাও হতে পারে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার চ্যাডক্স-১এনকোভ-১৯ নামের সম্ভাব্য ভ্যাকসিনটি পাওয়ার লক্ষ্যে ইতালির স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার একটি চুক্তির ঘোষণা দিয়েছেন। অধ্যাপক মাত্তিও বাসেত্তি বলেন, আমার কাছে ক্লিনিক্যাল যে ধারণা রয়েছে, তাতে বোঝা যাচ

রাক্ষসে মাছ খাচ্ছি আমরা

Image
নিম্নে যে মাছের ছবিটি দেখতে পাচ্ছেন সেটি "রূপচাঁদা" মাছ হিসেবেই আমাদের লোকাল মাছের বাজার সহ জেলা মৎস্য  আড়তে প্রতিনিয়তই ক্রয়-বিক্রয় হয়। এই মাছ প্রতি কেজি অনেক কম মূল্য এবং স্বাদও একটু বেশি থাকার কারণে আমাদের মত সাধারণ মানুষের নিকট অনেকটাই গ্রহনযোগ্যতা পেয়েছে।।। আমারও অনেকটা পছন্দের তালিকায় ছিলো এই মাছ। তবে ২০০৭ সালের দিকে এই মাছ খেয়ে আব্বা অসুস্থ হওয়ার পর থেকে অনীহা জন্মে গিয়েছিলো। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা এই মাছকে "সামুদ্রিক রূপচাঁদা" হিসেবেই বিক্রয় করে থাকে। এখন আসি মূল টপিকে________ নিম্নের মাছটি কোন সামুদ্রিক মাছ নয়। এই মাছের নাম "পিরানহা" পৃথীবিতে ২ প্রকার পিরানহা মাছ পাওয়া যায়। ১। ব্লাক বেলি পিরানহা (কালো পেট ওয়ালা পিরানহা) ২। রেড বেলি পিরানহা( লাল পেট ওয়ালা পিরানহা) এই মাছের প্রধান আবাস্থল দক্ষিন আমেরিকার ব্রাজিল সহ আরও কয়েকটা দেশের নদীতে। #এই মাছ একটি হিংস্র এবং রাক্ষুসে মাছ,,,,, #এই মাছ সারা বিশ্বে মানুষ খেকো মাছ হিসেবে পরিচিত। #রক্তের গন্ধ প্রিয় একমাত্র মাছ। #মানুষের প্রথম আঘাতের স্থান হলো পায়ের আঙ্গুল। #৩ ধরেণের শব্দ উৎপন্ন করার মাধ্যেমে এদের নি

অজস্র মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে

Image
অজস্র মানুষ   শহর  ছেড়ে গ্রামে চলে যাচ্ছে আশপাশে  আগের চেয়ে অনেক অনেক বেশী টু লেট দেখা যাচ্ছে ।  প্রথমদিকে ভেবেছি করোনাই দায়ী গভীর পর্যবেক্ষনে চোখে ভেসে উঠল  নগরবাসীর  বদলে যাওয়া লাইফস্টাইল ও রয়েছে এর পেছনে।  ৮০ র দশক এমনকি  ৯০ এর দশকের মাঝামাঝিও মানুষের  আর্থিক অবস্থা এখনকার চেয়েও খারাপ ছিল তারপরেও একটা savings এর চেষ্টা  থাকত।  শহরে এক চিলতে জায়গা কেনার স্বপ্ন  দেখত, গ্রামে স্থায়ী ঠিকানাওটাও গোছানো ছিল। আর এখন একটু ভাল উপার্জনের মুখ দেখলেই আলাদা হয়ে যাওয়া নিউক্লিয়ার ফ্যামিলী একত্রে থাকা backdeted হয়ে গেছে।    ঢাকায় ঝকঝকে তকতকে  ছোট একটা ফ্ল্যাট, মানিব্যাগ ভর্তি ক্রেডিট  কার্ড, ব্যাংক লোন,   fast food কফির আড্ডা , শপিংমল, পার্লার, outing, Instalment এ বিদেশ ঘোরা,  হিন্দী ছবির স্টাইল এ ছেলেমেয়ের বিয়ে দেয়া ,  আরও আছে কর্পোরেট কালচার "হেন তেন ডে " তার নানান আয়োজন উপহার  মানে পালাবি কোথায়!  এ দৌড়ে সবাই হিরো হতে চায় হা হা হা!     সামর্থ্য থাকুক আর নাই থাকুক শো অফের ভুলভাল প্রতিযোগিতার দৌড় এ শেকড়,  সঞ্চয়   জমিজিরাত সব উধাও।  লোক দেখানো status  না রাখলে সন্মান  বাঁচেনা আজ বোঝা যাচ্

সারা পৃথিবী উল্টিয়ে পাল্টিয়ে ওপর -নিচ হয়ে গেছে

Image

আজ রোববার (২১ জুন) বিশ্বের অনেক দেশে বলয় সূর্যগ্রহণ ঘটবে ।

Image
আজ রোববার (২১ জুন) বিশ্বের অনেক দেশে বলয় সূর্যগ্রহণ ঘটবে । কঙ্গো, ইথিওপিয়া, লাইবেরিয়া, পাকিস্তান, ভারত ও চীন থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে আকাশ মেঘমুক্ত থাকলে বলয় গ্রহণটি বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে । শনিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে । সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে । উপযুক্ত সোলার ফিল্টার ও ১৩ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস ব্যবহার করে এই গ্রহণ পর্যবেক্ষণ করা যাবে । টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সূর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তুললেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে । জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘করোনা সংক্রমণের কারণে এবার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কোনো পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে না। তবে এখানে কর্মরতদের জন্য সীমিত পরিসরে গ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে । উল্লেখ্য, বাংলাদেশ থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০২২ সালের ২৫ অক্টোবর ।

█▒▒▒ব্রেকিং নিউজ /Breaking News▒▒▒█

*** দেশে করোনায় আরো ৩৭  জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৪২৫ জনের।  *** ২৪ ঘণ্টায় ১৪০৩১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৩২৪০ জন।  *** ২৪ ঘণ্টায় সুস্থ ১০৪৮ করোনা রোগী, মোট সুস্থ ৪৩৯৯৩ জন।  *** করোনায় দেশে মোট আক্রান্ত ১ লক্ষ ৮ হাজার ৭৭৫ জন।

ভ্যাকসিন আসছে, লকডাউনের আর দরকার নেই: ফাউসি

Image
ভ্যাকসিন আসছে, লকডাউনের আর দরকার নেই: ফাউসি অনলাইন ডেস্ক ১৯ জুন ২০২০, ১০:০৮  আপডেট: ১৯ জুন ২০২০, ১০:৩৫   ২৩  অ্যান্থনি ফাউসি। ফাইল ছবি: রয়টার্সযুক্তরাষ্ট্রে জাতীয় দৈনিক সংক্রমণের হার সমানতালে এগিয়ে চলা সত্ত্বেও করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে আর বিস্তৃত লকডাউন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সরকারি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। গতকাল বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপিকে ফাউসি বলেন, তিনি আশাবাদী যে শিগগিরই বিশ্ব একটি ভ্যাকসিন পাবে, যা মহামারির অবসান ঘটাবে। ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফল উৎসাহব্যঞ্জক।   ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের মতো এলাকায় যেখানে সংক্রমণের হার বাড়ছে, সেখানে লকডাউন লকডাউনের প্রয়োজন আছে কি না, সে প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের পরিচালক ফাউসি বলেন, ‘আমি মনে করি না, আমরা লকডাউনে ফিরে যাওয়ার বিষয়ে আর কথা বলব।’ আমেরিকা সংক্রমণের নিশ্চিত সংখ্যা ও মৃত্যুর ক্ষেত্রে বিশ্বের শীর্ষে রয়েছে। সেখানে প্রাণহানির সংখ্যা ১ লাখ ২০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। করোনাভাইরাস ছড়ানোর মূলকেন্দ্র হয়ে ওঠা নিউইয়র্ক ও নিউজার

সংক্রমণ ও মৃত্যুতে এশিয়ায় তৃতীয়

Image

Up-date news COVID-19

Image

সবার প্রিয় ও শ্রদ্ধেয় ডাঃ সিরাজুল ইসলাম স্যার COVID-19 পজিটিভ

সবার প্রিয় ও শ্রদ্ধেয় ডাঃ সিরাজুল ইসলাম স্যার  (প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,বিরামপুর, দিনাজপুর ও বর্তমান সহকারী পরিচালক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর)  COVID-19 পজিটিভ।  আল্লাহ'র কাছে দোয়া করি তিনি যেন দ্রুত আমাদের স্যারকে সুস্থতা দান করেন, আমিন।

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির এফসিপিএস পরীক্ষা স্থগিত

Image
সুত্রঃ নয়া দিগন্ত। ১৫  জুন,২০২০.

৪০+ ডাক্তার আজ কবরে (করোনায় মৃত)

Image
৪০+ ডাক্তার আজ কবরে (করোনায় মৃত) তাই হয়তো প্রথম আলোর প্রথম পাতায় তাদের জায়গা হলোনা... তাদের জায়গা হবে জান্নাতুল ফেরদৌস এ ইনশাল্লাহ...

#নবাবগঞ্জে মেয়েকে হত্যা করলো #মা

Image
মঙ্গলবার দৈনিক সকালের সময় পত্রিকায় করা প্রতিবেদন। #নবাবগঞ্জে মেয়েকে হত্যা করলো #মা

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল

Image

বিষ্ময়কর ঘটনা

বিষ্ময়কর ঘটনা। >Miscall শব্দের অর্থ "গালি দেওয়া। >Education শব্দটিতে সবগুলো vowel আছে। >A quick brown fox jumps over the lazy dog শব্দটিতে সবগুলো ইংরেজি letter আছে। >মৃত সাগরে লবণের পরিমাণ বেশি থাকায় কোনো মানুষ ডোবে না। >ইংল্যান্ডের রাণী কোনো রকম পাসপোর্ট ছাড়াই সব দেশে যেতে পারেন। >আমাজান বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। >Facebook ব্যবহারে ঢাকা বিশ্বের ২য় বৃহত্তম শহর। >দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতার কারনে, ঐ সময়ের অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠের তৈরি ছিল!! >শিকাগো কে পৃথিবীর কসাইখানা বলা হয়। >Floccinaucinihilipilification সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে তুচ্ছ জ্ঞান করা। >ক্যাঙ্গারু রাটের কখনো পানি পানের প্রয়োজন পড়ে না। >হার্মিং বার্ড একমাত্র পাখি, যে পিছনের দিকে উড়তে পারে। >পিউমিস (Pumice) পৃথিবীর এক মাত্র পাথর যা পানির উপরে ভাসে!! >পোল্যান্ডে কোনো দম্পতি যদি বিবাহিত জীবন একসাথে ৫০ বছর অতিক্রম করতে পারে তবে সে দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়। >৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার