Popular posts from this blog
ভুল জায়গায় সেক্রিফাইজ আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।
ভুল জায়গায় সেক্রিফাইজ আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। কারো কারো ব্যাংক ব্যালেন্স না থাকার কারণে কেউ অসুখী। আবার কেউ আস্ত একটা ব্যাংকের মালিক হয়েও অসুখী। 'আমার সাথেই কেন সবসময় এমন হয়? সৃষ্টিকর্তা কেন সবসময় আমাকেই কষ্ট দেন? সবাই কেন আমাকেই ভুল বুঝে?' হ্যা, এরকম কথা অনেকেই বলেন। নারে ভাই, আপনার সাথেই সবসময় এমন হয় না, আরো অনেকের সাথেই হয়। সৃষ্টিকর্তা বেছে বেছে শুধু আপনাকেই কষ্ট দেন না, এরকম টুকিটাকি কষ্ট সবার জীবনেই আসে। আর আপনাকে সবাই ভুল বুঝে? হাহাহা, ভুল সবাই সবাইকেই বুঝে। এমনকি খেয়াল করে দেখেন এটুকু বয়সে আপনিও কতজনকেই ভুল বুঝেছেন! আপনার সব কাজ সবাই পছন্দ করবে না। সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের সেরা জনপ্রিয় ভিডিওতে ও দু'য়েকটা ডিসলাইক পড়ে, নোবেল পুরস্কার প্রাপ্ত ড. মোহাম্মদ ইউনুসকে নিয়েও সমালোচনা হয়, ওয়ার্ল্ড ফেমাস এন্ড পপুলার মুভি 'টাইটানিক' কিংবা 'থ্রি ইডিয়টস' দেখেনি এমন ইয়াং ম্যানও আছেন। তাই বলে মুভিগুলো জনপ্রিয়তা কমে যায়নি। বাংলা সাহিত্য নোবেল পুরস্কার প্রাপ্ত কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' কতজনেই বা পড়েছেন? রবিঠাকুর কি এটা
Comments
Post a Comment