করোনা পরবর্তী ৫০ বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা। প্রস্তাবনা -

করোনা পরবর্তী ৫০ বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা। প্রস্তাবনা -১৩ আজকের আলোচ্য বিষয়টা একটা দারুন শিক্ষনীয় বিষয় নিয়ে। ভ্যালু স্ট্রীম ম্যাপিং। সংক্ষেপে ভিএসএম বলা হয়ে থাকে। ভ্যালু স্ট্রীম ম্যাপিং মেথড নিয়ে বাংলায় কোন লিখা গুগল সার্চে অনেকদিন ধরে খুঁজে পায়নি তাই এই বিষয় নিয়ে অনেকদিন হল বিস্তারিত আর্টিকেল লিখার চেষ্টা করে পড়ালেখা করছিলাম। আর্টিকেল লিংকে ক্লিক করে পড়ে কেউ উপকৃত হলে কমেন্ট করে জানাবেন দয়া করে ১। ভ্যালু স্ট্রীম ম্যাপিং কি ? ২। ভ্যালু স্ট্রীম ম্যাপিং এর সুযোগ সুবিধা সমূহ কি ? ৩। কোম্পানীর কোথায় থেকে ভ্যালু স্ট্রীম ম্যাপিং শুরু করবো ? ভ্যালু স্ট্রীম ম্যাপিং করার শুরুতেই আমাদের কিছু বিষয় বিবেচনায় আনতে হবে। ১। ভ্যালু স্ট্রীম ম্যাপিং অবশ্যই কাগজে কলমে করতে হবে এইটা কম্পিউটারের কোন এক্সারসাইজ নয়। ২। যে প্রসেস এর ভ্যালু স্ট্রীম ম্যাপিং এর কাজ শুরু করবেন সেইটার পরিপূর্ণ ভাবে এনালাইজ করে শুরু করতে হবে। কোন কিছু বাদ দেয়া যাবেনা। ৩। শুধু মাত্র সিস্টেম ভিত্তিক ডেটার উপর নির্ভরশীল হয় যাবেনা। বাস্তবতার সাথে মিল রেখে, যারা অপারেশনে জড়িত তাদের সাথে কথা বলে ডিসিশন নিবেন।

Comments

Popular posts from this blog

করোনাভাইরাস বাংলাদেশ আপডেট শনিবার, ৪ জুলাই ২০২০ #CleansolHP #ACME

ভুল জায়গায় সেক্রিফাইজ আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।

বিজ্ঞপ্তি ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির আবেদন। #ভর্তির আবেদন শুরু হবে ০৯-০৮-২০২০ ইং তারিখ।