অজস্র মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে


অজস্র মানুষ  
শহর  ছেড়ে গ্রামে চলে যাচ্ছে আশপাশে  আগের চেয়ে অনেক অনেক বেশী টু লেট দেখা যাচ্ছে ।  প্রথমদিকে ভেবেছি করোনাই দায়ী গভীর পর্যবেক্ষনে চোখে ভেসে উঠল  নগরবাসীর  বদলে যাওয়া লাইফস্টাইল ও রয়েছে এর পেছনে। 
৮০ র দশক এমনকি  ৯০ এর দশকের মাঝামাঝিও মানুষের  আর্থিক অবস্থা এখনকার চেয়েও খারাপ ছিল তারপরেও একটা savings এর চেষ্টা  থাকত।
 শহরে এক চিলতে জায়গা কেনার স্বপ্ন  দেখত,
গ্রামে স্থায়ী ঠিকানাওটাও গোছানো ছিল। আর এখন একটু ভাল উপার্জনের মুখ দেখলেই আলাদা হয়ে যাওয়া নিউক্লিয়ার ফ্যামিলী একত্রে থাকা backdeted হয়ে গেছে। 
  ঢাকায় ঝকঝকে তকতকে  ছোট একটা ফ্ল্যাট, মানিব্যাগ ভর্তি ক্রেডিট  কার্ড, ব্যাংক লোন,   fast food কফির আড্ডা , শপিংমল, পার্লার, outing, Instalment এ বিদেশ ঘোরা,  হিন্দী ছবির স্টাইল এ ছেলেমেয়ের বিয়ে দেয়া ,  আরও আছে কর্পোরেট কালচার "হেন তেন ডে " তার নানান আয়োজন উপহার  মানে পালাবি কোথায়!
 এ দৌড়ে সবাই হিরো হতে চায় হা হা হা!  
  সামর্থ্য থাকুক আর নাই থাকুক শো অফের ভুলভাল প্রতিযোগিতার দৌড় এ শেকড়,  সঞ্চয়   জমিজিরাত সব উধাও। 
লোক দেখানো status  না রাখলে সন্মান  বাঁচেনা আজ বোঝা যাচ্ছে  সব কত ভুল ছিল।  উপার্জনের চেয়ে খরচ বেশী। বিপদের সময় ৬ মাস চলার মত সঞ্চয় ও হাতে নাই আহা! 
 এই ভুলভাল জীবন যাপনে মাসে যে ৫/৭ হাজার extra খরচ হয়েছে তা জমলেওতো বছরে ৬০ / ৭০ হাজার টাকা জমত। 
   পাকিস্তান  আমলে আমার নানীকে দেখেছি " মুষ্টি চাল " তুলে রাখত এতে নাকি সংসারের বরকত হয়। 
   আসলে  এই ছোট ছোট gesture গুলো মানুষকে  মিতব্যায়ী হতে শেখায়। 
করোনাকাল আমাদের আবারও মনে করিয়ে দিল ভোগপন্যের দাস হওয়ায় কোন সন্মান নাই। 

আমি বলি নিজের চেয়ে নিজের ছায়া বড় করতে নেই....

Comments

Popular posts from this blog

করোনাভাইরাস বাংলাদেশ আপডেট শনিবার, ৪ জুলাই ২০২০ #CleansolHP #ACME

ভুল জায়গায় সেক্রিফাইজ আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।

বিজ্ঞপ্তি ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির আবেদন। #ভর্তির আবেদন শুরু হবে ০৯-০৮-২০২০ ইং তারিখ।