বিষ্ময়কর ঘটনা
বিষ্ময়কর ঘটনা।
>Miscall শব্দের অর্থ "গালি দেওয়া।
>Education শব্দটিতে সবগুলো vowel আছে।
>A quick brown fox jumps over the lazy dog শব্দটিতে সবগুলো ইংরেজি letter আছে।
>মৃত সাগরে লবণের পরিমাণ বেশি থাকায় কোনো মানুষ ডোবে না।
>ইংল্যান্ডের রাণী কোনো রকম পাসপোর্ট ছাড়াই সব দেশে যেতে পারেন।
>আমাজান বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
>Facebook ব্যবহারে ঢাকা বিশ্বের ২য় বৃহত্তম শহর।
>দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর
স্বল্পতার কারনে, ঐ সময়ের
অস্কারের খেতাব স্বরূপ
মূর্তিটি কাঠের তৈরি ছিল!!
>শিকাগো কে পৃথিবীর কসাইখানা বলা হয়।
>Floccinaucinihilipilification সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে
তুচ্ছ জ্ঞান করা।
>ক্যাঙ্গারু রাটের কখনো পানি পানের প্রয়োজন পড়ে না।
>হার্মিং বার্ড একমাত্র পাখি, যে পিছনের দিকে উড়তে পারে।
>পিউমিস (Pumice) পৃথিবীর এক মাত্র
পাথর যা পানির উপরে ভাসে!!
>পোল্যান্ডে কোনো দম্পতি যদি
বিবাহিত জীবন একসাথে ৫০ বছর অতিক্রম
করতে পারে তবে সে দম্পতিকে
প্রেসিডেন্ট পদক দেওয়া হয়।
>৯৯% লোকই যখন তাদের
পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল
করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড
ব্যাকস্পেস দিয়ে ডিলিট
করে ফেলে এবং পুনরায় টাইপ করে।
>অধিকাংশ লিপস্টিক
তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়।
>ইংরেজি বর্ণমালায় সর্বাধিক
ব্যাবহার করা বর্ণ হলো "E"
এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ
হলো "Q"
>একজন মানব শিশু হাঁটা শেখার
পূর্বে গড়ে ১৫০ কিলোমিটারের
মতো হামাগুড়ি দেয়!
>কলা এবং সবুজ আপেল ওজন
কমাতে সাহায্য করে!!
>ঘোড়ার লেজ
কাটা পড়লে সেটা মারা যায়!!
>একটি শামুকের ২৫ হাজারের বেশি দাঁত থাকে!
Comments
Post a Comment