শিল্পী এন্ড কিশোরের মৃত্যু 😥😥😥 রাজশাহীতে নিজের বোনের বাসায় চির বিদায়। দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
শিল্পী এন্ড কিশোরের মৃত্যু
রাজশাহীতে নিজের বোনের বাসায় চির বিদায়।
দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর-এর জন্ম রাজশাহীতে। সেখানেই কেটেছে তার শৈশব-কৈশর। এক সময় গানের নেশায় রাজধানীতে ছুটে আসেন। অচেনা এই শহরে শুরু হয় তার গানের যুদ্ধ। ক্লান্তিময় পথ পেরিয়ে নিজেকে তিনি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। একে একে অনেক কিছুই তার কাছে ধরা দিয়েছে প্রথম হয়ে।
বাংলাদেশের সঙ্গীত জগতে অ্যান্ড্রু কিশোর এক অপ্রতিদ্বন্দ্বি নাম।
গত তিন দশক ধরে বাংলাদেশে চলচ্চিত্রের গানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি।
অ্যান্ড্রু কিশোরের গাওয়া অসংখ্য জনপ্রিয় গান মানুষের মুখে মুখে।
উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহীতে বেড়ে ওঠা এই গায়ক আটবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন।
এন্ড্রু কিশোর জন্ম: ৪ নভেম্বর, ১৯৫৫) একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ,"আমার বুকের মধ্যে খানে" প্রভৃতি। ১৯৮২ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অন্যতম গান হলো জীবনের গল্প আছে বাকি অল্প।
প্রাথমিক সঙ্গীত জীবন[
এন্ড্রু কিশোর আব্দুল আজিজ বাচ্চু অধীনে প্রাথমিকভাবে সঙ্গীত পাঠ গ্রহণ শুরু করেন। মুক্তিযুদ্ধের পর কিশোর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান শ্রেণী রেডিও মধ্যে তালিকাভূলক ছিল। তার প্রথম গাওয়া গান হল আলম খান সুরারোপিত চলচ্চিত্র 'প্রতীক্ষা', সিনেমা থেকে 'এক চোর যায় চলে'। তিনি অন্যান্য প্লেব্যাক গান রেকর্ড করেন যেমন 'ডাক দিয়াছেন দয়াল আমারে', 'ভালবেসে গেলে শুধু' এর মত জনপ্রিয় সব গান।[১] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর, কিশোর নজরুল, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান শ্রেণী রাজশাহী বেতার সঙ্গে তালিকাভূক্ত ছিল। কিশোর এছাড়াও টিভি নাটক, বাণিজ্যিক এবং অন্যান্য প্রযোজনার উত্পাদন করে যা তার প্রবাহ মিডিয়া নামের একটি প্রোডাকশন হাউস কাজ করেন।[২]
অ্যান্ড্রু কিশোরের দুটি সন্তান রয়েছে। প্রথম সন্তানের নাম সঙ্গ্গা আর দ্বিতীয় জনের নাম সপ্তক।[৩]
এন্ড্রু কিশোর এছাড়াও একজন ব্যবসায়ী হয়। ১৯৮৭ সালে তিনি বরাবর আহমাদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলু, ডলি জহুর, দিদারুল আলম বাদল, শামসুল ইসলাম নান্টু সাথে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান 'প্রবাহ' শিরোনামে উদ্বোধন করেন।
কিশোরের গাওয়া জনপ্রিয় সিনেমা সমূহ
• ১৯৯২ - শঙ্খনীল কারাগার
• ১৯৯৪ - সুজন সখি
• ১৯৯৪ - অন্তরে অন্তের
• ১৯৯৫ - দেনমোহর
চলচ্চিত্রে নিয়মিত প্লেব্যাকের পাশাপাশি সম্প্রতি শেষ হওয়া সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো বাংলাদেশী আইডলের বিচারক ছিলেন এ জনপ্রিয় কণ্ঠশিল্পী।
সূত্র : GTV
আমার কিছু জানার আছে?
১। দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর কেমন মানুষ ছিলেন?
২। দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর কেমন দান করতেন?
৩। দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর কি গরীব দুখীদের পার্শ্বে দারাতেন?
৪। দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর দেশের জন্যে কি করেছেন?
বিঃদ্রঃ দয়া করে কেউ নেগেটিভ ভাববেননা।
Comments
Post a Comment