দীর্ঘ সময় ধ‌রে মাস্ক প‌রে থা‌কেন তাহ‌লে: ১। র‌ক্তে অ‌ক্সিজেন হ্রাস পা‌বে।


ডাক্তার শামস (ইরান)

মাস্ক ব‌্যবহার বিষ‌য়ে তার ডাই‌রি থে‌কে।

নি‌র্দিষ্ট করা হ‌য়ে‌ছে যে মাস্ক কিছু নি‌র্দিষ্ট সম‌য়ের জন‌্য ব‌্যবহার কর‌তে হ‌বে। য‌দি দীর্ঘ সময় ধ‌রে মাস্ক প‌রে থা‌কেন তাহ‌লে: 

১। র‌ক্তে অ‌ক্সিজেন হ্রাস পা‌বে। 

২। মস্তিস্কে অক্সিজেন সরবরাহ কমে যায়।

৩। দুর্ববতা অনুভব হ‌বে। 

৪। সম্ভবনা আ‌ছে এটি মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। 


পরামর্শ :

ক: আপনি যখন একা থাকবেন তখন এটি করবেন না। আমি দেখি প্রচুর লোক তাদের গাড়ীতে মাস্ক ব‌্যবহার করছে। এ কি অজ্ঞতা নাকি নিরক্ষরতা?

খ: বাড়িতে এটি ব্যবহার করবেন না। 

গ: কেবল জনসমাগম জায়গায় এবং এক বা একাধিক ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগের সময় এটি ব্যবহার করুন।

ঘ: আপনি দীর্ঘ সময়ের জন্য পৃথক থাকা অবস্থায় এর ব্যবহার হ্রাস করুন।

নিরাপদ থাকুন

Comments

Popular posts from this blog

করোনাভাইরাস বাংলাদেশ আপডেট শনিবার, ৪ জুলাই ২০২০ #CleansolHP #ACME

ভুল জায়গায় সেক্রিফাইজ আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।

বিজ্ঞপ্তি ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির আবেদন। #ভর্তির আবেদন শুরু হবে ০৯-০৮-২০২০ ইং তারিখ।